• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহের শৈলকূপায় গভীর রাতে দুটি পরিবারের সদস্যদের অজ্ঞান করে মালামাল লুট


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:১৯ পিএম;
ঝিনাইদহের শৈলকূপায় গভীর রাতে দুটি পরিবারের সদস্যদের অজ্ঞান করে মালামাল লুট
ঝিনাইদহের শৈলকূপায় গভীর রাতে দুটি পরিবারের সদস্যদের অজ্ঞান করে মালামাল লুট

 .

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকূপায় অজ্ঞান পাটির কবলে পড়েছে দুটি পরিবার। দরজা ভেঙে ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে করে পাঁচজনকে অজ্ঞান করে প্রায় পনেরো ভরি স্বর্ণালংকার এবং নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার দুধসর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাত ২ টার দিকে দূর্বৃত্তরা ওই গ্রামের ব্যবসায়ী বিজু চাকী ও সুমন চাকীর বাড়িতে প্রবেশ করে। তারা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। মঙ্গলবার ভোরে আশপাশের লোকজন টের পেয়ে দুই পরিবারের সদস্যদের উদ্ধার  করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, উপজেলার দুধসর গ্রামে একদল দূর্বৃত্তরা গভীর রাতে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুটের ঘটনা শুনেছি। সেখানে সকালে পুলিশ পাঠিয়েছি। অজ্ঞান পাটির সদস্যদের আটক করতে পুলিশ কাজ করছে। . .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ